Google Search Operator
Google Search Operator

গুগল সার্চ অপেরাটর কি? কিভাবে কাজ করে?

সহজভাবে বলতে গেলে গুগল সার্চ অপারেট হচ্ছে যে কোন বিষয় নির্দিষ্টভাবে খুঁজে পেতে ব্যবহৃত শর্ট কমান্ড। নিচে বিভিন্ন সার্চ অপারেটর নিয়ে বিস্তারিত বলা হলো :

  • সার্চ টার্ম (“search term”): গুগলে কোন সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে কোন তথ্য খোঁজার জন্য সার্চ টার্ম ব্যবহৃত হয়। হতে পারে কোন নির্দিষ্ট  ব্যক্তি বা প্রতিষ্ঠান । উদাহরণ – মার্ক জাকারবার্গ ।
  • অর (OR) : দুটো ভিন্ন কিওয়ার্ড দিয়ে ভিন্ন দুটি বিষয় একসঙ্গে অর (OR) অপারেটর দিয়ে সার্চ করলে সার্চ এঞ্জিন যে কোন একটা অথবা দুটোই রেজাল্ট শো করবে। যেমন- মোবাইল অর কম্পিউটার।
  • এন্ড (AND) : অর অপারেটরের মতই এন্ড অপারেটরে মাধ্যমে দুটো ভিন্ন বিষয় একসঙ্গে সার্চ করা যায়। তবে এন্ড অপারেটর দ্বারা সার্চ করলে দুটো বিষয়ের রেজাল্ট একসঙ্গে পাওয়া যায়। যেমন : মোবাইল এন্ড কম্পিউটার।
  • হাইফেন (-) : যদি কোন সার্চ রেজাল্ট থেকে নির্দিষ্ট কোন বিষয় বাদ দিতে চাই তাহলে মেইন কিওয়ার্ডের সঙ্গে  হাইফেন (-) যুক্ত করে যেটা বাদ দিতে চাই সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে অনাকাঙ্ক্ষিত বিষয়টি আসবে না। যেমন : মোবাইল – অ্যাপল
  • এস্টেরিস্ক (*) : এস্টেরিস্ক (*)  ওয়াইল্ড কার্ড হিসেবে কাজ করে। যেকোন শব্দকে এক করে। যেমন : স্টিভ * অ্যাপল
  • ফার্স্ট ব্রাকেট ( ): একাধিক শব্দ বা গ্রুপ সার্চের ক্ষেত্রে () অপারেটর ব্যবহৃত হয়। যেমন : (আইফোন অর আইপ্যাড) অ্যাপল।
  • ডলার সাইন $ : কোন নির্দিষ্ট দাম বিষয়ক সার্চের ক্ষেত্রে  $ ব্যবহৃত হয়। যেমন :মোবাইল $৩০০০০
  • ডিফাইন (define) : কোন শব্দের অর্থ জানতে ডিফাইন ব্যবহৃত হয়। এটা ডিকশনারির মত কাজ করে। যেমন : ডিফাইন:এপোলজি
  • ক্যাশ (cache) : কোন ওয়েব পেইজের সাম্প্রতিক ক্যাশড ভার্সনের জন্য এটি ব্যবহৃত হয়। যেমন :ক্যাশ:ভিভো.কম
  • ফাইলটাইপ (filetype) : কোন সার্চ রেজাল্টে ফাইলটাইপ গুলোর  নির্দিষ্ট সীমাবদ্ধ রেজাল্ট পেতে এটি ব্যবহৃত হয়। যদি শুধু পিডিএফ বা শুধু টিএক্সটি রেজাল্ট পেতে চাই তখন নির্দিষ্ট করে ফাইলটাইপ উল্লেখ করে দিতে হয়। যেমন : অ্যাপল ফাইলটাইপ:টিএক্সটি
  • সাইট (site) : কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সীমিত রেজাল্ট পেতে সাইট ব্যবহৃত হয়। যেমন : সাইট:অ্যাপল.কম
  • রিলেটেড (related) : সার্চকৃত ডোমেইনের রিলেটেড সাইটগুলোর রেজাল্ট পেতে ব্যবহৃত হয়। যেমন : রিলেটেড:অ্যাপল.কম
  • ইনটাইটেল (intitle) : সার্চকৃত শব্দ যেসব পেইজ টাইটেলে থাকবে সেই রেজাল্টগুলো শো করবে। যেমন : ইনটাইটেল:অ্যাপল
  • অলইনটাইটেল (allintitle) : ইনটাইটেলের মতই যে টাইটেল ট্যাগের মধ্যে শব্দগুলো থাকলে সেগুলো শো করবে। যেমন : অলইনটাইটেল:অ্যাপল আইফোন
  • ইনইউআরএল (inurl) : সার্চকৃত কিওয়ার্ড যে ইউআরএলের মধ্যে থাকবে সেগুলো সার্চ রেজাল্টে আসবে। যেমন :ইনইউআরএল:অ্যাপল
  • ইনটেক্সট (intext) : সার্চকৃত কিওয়ার্ড কোন পেইজ কনটেন্টের মধ্যে যেকোন স্থানে থাকলে শুধু সেই পেইজ গুলোই সার্চ রেজাল্টে আসবে। যেমন : ইনটেক্সট:অ্যাপল
  • অলইনটেক্সট (allintext) : ইনটেক্সটের মতই কিন্তু ওয়েব পেইজের যে কোন স্থানে সার্চকৃত কিওয়ার্ড থাকলে সার্চ রেজাল্টে আসবে। যেমন : অলইনটেক্সট:অ্যাপল
  • এরাউন্ড (নম্বর) {AROUND(X)} : এরাউন্ড এর সঙ্গে যত নম্বর উল্লেখ করা হবে যে ওয়েব পেইজে ততবার  কিওয়ার্ড উল্লেখ থাকবে তাই শো করবে। যেমন :অ্যাপল এরাউন্ড(৪)আইফোন
  • ওয়েদার (weather) : নির্দিষ্ট লোকেশনের আবহাওয়া সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। যেমন :ওয়েদার:নিউ ইয়র্ক
  • স্টকস (stocks) : টিকিটের স্টক সম্পর্কিত তথ্যের জন্য ব্যবহৃত হয়। যেমন :স্টকস্:টিকিট
  • ম্যাপ (map) : যেকোন স্থানের ম্যাপ সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। যেমন :ম্যাপ:সিলিকন ভ্যালী
  • মুভি (movie) : নির্দিষ্ট কোন মুভির বিভিন্ন তথ্য যেমন কোথায় কখন প্রচারিত হবে যাবতীয় তথ্য জানতে ব্যবহৃত হয়। যেমন : মুভি:টাইটেনিক
  • ইন (in) : টাকা,ওজন,তাপমাত্রা সম্পর্কিত তথ্যসমূহ এক ইউনিট থেকে অন্য ইউনিটে রূপান্তর করতে ব্যবহৃত হয়। যেমন : $৫০০ ইন বিডিটি
  • সোর্স( source) : বিভিন্ন উৎস থেকে খবর পেতে ব্যবহৃত হয়। যেমন :অ্যাপল সোর্স :দ্যা ভার্গ

আরো জানুনঃ Google Search Operators: The Complete List (42 Advanced Operators)

About insider

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *