গুগল অ্যালগরিদম হল এমন একটা বিষয় যা গুগলে আপনার সার্চকৃত কিওয়ার্ড এর ভিত্তিতে বিভিন্ন
সাইটের কিওয়ার্ড ম্যাচ করে বিভিন্ন বিষয় বিবেচনা করে বিভিন্ন সাইটকে র্যাংক দেয়া হয়।
যদি আরো সহজ ভাবে বলা যায় তাহলে,
গুগলের অ্যালগরিদম মানে হলো এমন একটি সিস্টেম, যার মাধ্যমে হাজার লক্ষ ওয়েবসাইটের মধ্যে সেরা ওয়েবসাইট গুলিকে খুঁজে বের করা হয় এবং গুগল সার্চের সেরা প্রথম পেজে র্যাংক করা হয়।
- গুগল বিভিন্ন সময় অন্যায় ভাবে সাইটকে র্যাংক করা রোধ করতে নতুন নতুন আপডেট আনে।
আপডেটগুলো হলঃ
- Panda : February 24, 2011
- Penguin : April 24, 2012
- Hummingbird : August 22, 2013
- Pigeon : July 24, 2014 (US); December 22, 2014 (UK, Canada, Australia).
- Mobilegeddon : April 21, 2015
- RankBrain : October 26, 2015
- Fred : March 8, 2017
- Payday Load Update : June 11th, 2013
- The EMD Update : September 2012
- Page layout : January 19, 2012
- নিচে কিছু অ্যালগরিদম নিয়ে আলোচনা করা হলঃ
১. Panda
ওয়েবসাইটে কনটেন্ট নকল করে বা চুরি করে ব্যবহার করা।
প্রয়োজন থেকে অধিক targeted keyword ব্যবহার করা , কনটেন্ট স্প্যাম (spam), এই ধরণের কনটেন্ট গুলিকে এই পান্ডা কোর আপডেট এর মাধ্যমে ধরা হয়।
আসলে, এই গুগল আপডেট এর মাধ্যমে low quality web page গুলির ranking ডাউন দিয়ে high quality ওয়েব পেজ গুলির ranking ভালো করা হয়।
২. Penguin
ওয়েবসাইটে যদি স্প্যামবিশিষ্ট বা অপ্রাসঙ্গিক ব্যাকলিংক সংযুক্ত থাকে, তাহলে এই আপডেট এর মাধ্যমে সেগুলি ধরা হয়।
তারপর, সেই ওয়েবসাইট গুলির Google search ranking নামিয়ে দেওয়া হয়।
৩. Hummingbird
এই গুগল এলগরিদম আপডেট এর মাধ্যমে, Keyword stuffing থাকা low-quality content গুলিকে খুঁজে বেড় করা হয়।
এখানে বিশেষ করে, user এর search করা বিষয়টি বোঝার চেষ্টা করা হয় এবং co-occurring terms এবং synonyms এর মাধ্যমে পেজ গুলি র্যাংকিং করা হয়।
৪. Pigeon
Pigeon হলো গুগলের এক অনেক গুরুত্বপূর্ণ local search algorithm update.
এই আপডেট এর উদ্দেশ্য ছিল search result এ local search listing এর ranking বৃদ্ধি করা।
৫. Mobilegeddon
এই গুগল আপডেট এর ক্ষেত্রে, একটি ওয়েবসাইট কতটা mobile-friendly সেটা দেখে ওয়েবসাইট গুলিকে সার্চ রেজাল্টে র্যাংকিং করা হয়েছে।
যেগুলি ওয়েবসাইট mobile-friendly সেগুলির র্যাংকিং SERP এ ভালো করে দেওয়া হবে।
তার বিপরীতে, যেগুলি ওয়েবসাইট mobile-friendly না, সেগুলির র্যাংকিং অনেক নিচে পড়ে যাবে।
তাই, এই algorithm update থেকে বেঁচে থাকার জন্যে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ মোবাইল ফ্রেন্ডলি হতেই হবে।
এই ক্ষেত্রে আপনারা “Google mobile friendly test” করে অবশই জেনে নিতে পারবেন।
৬. RankBrain
RankBarain হলো Google hummingbird update এর একটি ভাগ।
এটা হলো এক ধরণের machine learning system, যেটা গুগল কে সাহায্য করে ইউসার এর সার্চ করা search term টিকে বুঝতে।
এর ফলে গুগল, সার্চ করা বিষয়টির বেপারে সঠিক ভাবে বুঝে নিয়ে তার হিসেবে থাকা অধিক প্রাসঙ্গিক সমাধান বা রেজাল্ট গুলিকে উত্তর হিসেবে দেখিয়ে দেয়।
গুগলের হিসেবে, RankBrain হলো তৃতীয় সবচেয়ে জরুরি র্যাংকিং ফ্যাক্টর ।
৭. Fred
যেগুলি ওয়েবসাইট গুগল এর webmaster guideline গুলিকে না মেনে তৈরি করা হয়েছে, সেই ধরণের ওয়েবসাইট এর ক্ষেত্রে এই “Fred update” আনা হয়েছে।
এই আপডেট এর মাধ্যমে, এমন প্রচুর লো কোয়ালিটি ব্লগ গুলিকে টার্গেট করা হয়, যেগুলি বিশেষ করে thin content তৈরি করে, মূলত বিজ্ঞাপন বা এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কেবল টাকা আয়ের উদেশ্যে রাখেন।
খুটিনাটি বিষয়
- প্রথম আপডেটের নাম হল florida এবং এটি পাবলিশ হয় ২০০৩ সালের নভেম্বরে ।
- সর্বশেষ আপডেটটি আনা হয় ২০২০ সালের মে মাসে এবং এর নাম ছিল “ মে ২০২০ কোর আপডেট”।
- গ্রাহককে সঠিক তথ্য দিতে গুগল অ্যালগরিদম কাজ করে।
অ্যালগরিদম আপডেট করার কারণ
গুগলের র্যাংকিং অ্যালগরিদম আপডেট এর উদ্দেশ্য একটাই।
সেটা হলো, “ইউজার এর সার্চ করা প্রশ্ন, কীওয়ার্ড বা সার্চ টার্ম এর বিপরীতে সব
থেকে হাই কোয়ালিটি ও প্রাসঙ্গিক কনটেন্ট গুলি সার্চ রেজাল্টে দেখানো “.
এবং তাই, যেই ওয়েবসাইটে “low quality content” প্রদান করা হয় এবং কেবল কিছু
অপ্রয়োজনীয় “SEO optimization technique” ব্যবহার করে ওয়েবসাইটি গুগল
আপডেট এর মাধ্যমে খুঁজে বের করে আর তাদের ডিমোট করে দেয়।
ফলে, লো কোয়ালিটি কনটেন্ট থাকা ওয়েবসাইট গুলি তাদের গুগল সার্চ র্যাংকিং হারিয়ে ফেলে।
গুগল Algorithm এর সর্বশেষ আপডেট সমূহ:
December 2020 Core Update
May 2020 Core Update
January 2020 Core Update
Google BERT Natural Language Processing Update
September 2019 Core Update
June 2019 Core Update
March 2019 Core Update
August 2018 Core Update aka Medic Update
April 2018 Core Update
March 2018 Core Update
December 2017 Core Update
Google Local August 2017 Hawk Update
Google Fred Update – unconfirmed March 2017 update
Google Local September 2016 Possum Update
Google RankBrain Algorithm
Google Mobile-Friendly Algorithm
January 2018 Core Update
Google Hummingbird
Google Mobile-Friendly Update
Google Panda Update
Google Penguin Update
Google Pigeon Update
Google Payday Update
Google Pirate Update
Google EMD (Exact Match Domain) Update
Google Top Heavy Update