হ্যালো বন্ধুরা কেমন আছো,
চলো আজকে আমি তোমাদের একটি নতুন জিনিস শেখাবো… সেটি হল কিভাবে একটা ওয়েবসাইট ব্রাউজারে মাল্টি লগইন করা যায়,,
আমরা অনেক সময় অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আমাদের বিজনেস পারপাসে ইউজ করে থাকি। কিন্তু অনেকগুলো একাউন্ট হওয়ার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্রাউজার ইউজ করতে হয় অথবা গুগল ক্রোমে নতুন ইউজার করে চালাতে হয়। এখন আমরা জানবো কিভাবে অন্য কোন ব্রাউজার ছাড়াই একটিমাত্র ব্রাউজার এর ভেতরে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা যায়।
এজন্য আমাদের যেটা লাগবে সেটা হল একটি chrome-extension সেই এক্সটেনশন টির নাম হল সেশন বক্স। এই লিঙ্কে গেলে এক্সটেনশনটি ডাউনলোড করতে পারবে এবং গুগল ক্রোমের সাথে এড করতে পারবে..
https://chrome.google.com/…/megbklhjamjbcafknkgmokldgol…
এড করার পর সেশন বক্সে একটি অ্যাকাউন্ট খুলে নিবে, তারপর সেখান থেকে চলে যাবে ফেসবুকে এবং ফেসবুকে থাকাকালীন সময়ে সেশনবক্স এক্সটেনশনটি ওপেন করবে, তারপর ডান পাশে দেখতে পাবে একটি বড় করে প্লাস চিহ্ন দেওয়া আছে। এখানে ক্লিক করলেই নতুন উইন্ডোতে রি-ডাইরেক্ট করে নিয়ে যাবে। তারপর সেখানে লগইন করার অপশন দেখতে পাবে এবং ফেসবুকে লগইন করতে পারবে এভাবে দ্বিতীয় যে ফেসবুক আইডিটি আছে সেখানে লগইন করে ফেলবে। লগইন করার পর নতুন আরেকটি সেশন ক্রিয়েট হয়ে যাবে।
কাজ শেষ!! এভাবে একই ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম সহ আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া মাল্টি লগইন করতে পারবে।
Author: Creative Niloy
CEH, SEO, SMM, WordPress Expert
Website: Creativeniloy.com