কীওয়ার্ড রিসার্চ করতে গেলে অনেকেই মেট্রিকস হিসেবে প্রথমে কীওয়ার্ড ডিফিকাল্টি দেখে থাকে এবং বিভিন্ন টুলস আবার ভিন্ন ভিন্ন দেখায়। টুলস এর রেজাল্টস এর ভিন্নতার কারণে অনেকের এই মেট্রিকস নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। তাহলে চলুন জেনে নেই
২০২১ এ এসে কীওয়ার্ড ডিফিকাল্টি দেখা আদৌ জরুরি কিনা?
কীওয়ার্ড ডিফিকাল্টি আসলে ব্যাকলিংক এর উপর নির্ভর করে বিভিন্ন টুলস তাদের মেট্রিকস দেখিয়ে থাকে। তবে তাদের আবার রেজাল্ট দেখায় ভিন্ন ভিন্ন। আসলে কীওয়ার্ড ডিফিকাল্টি দেখার চাইতে না দেখাটাই ভালো।
কেন ভালো বলছি;
১) আপনার টপ ১০ কম্পিটিটর যদি ঐ কীওয়ার্ডকে টার্গেট না করে কিন্তু তারা আপনার টার্গেট কীওয়ার্ড এর জন্য গুগল এ প্রথম পেজ এ থাকে তাহলে ঐ কীওয়ার্ড এর কীওয়ার্ড ডিফিকাল্টি যতই হোক দেখার দরকার নাই।
২) ধরেন আপনার কীওয়ার্ড এর টপ টেন সবাই ঐ কীওয়ার্ড টার্গেট করেছে তাহলে কি কীওয়ার্ড ডিফিকাল্টি কাউন্ট করবো ?? সেইক্ষেত্রে Ahrefs এর KD ০-৩ নিবেন। তবে আসলেই এই ক্ষেত্রেও কীওয়ার্ড ডিফিকাল্টি কাজে দেয় না। কারণ টপ টেন কম্পিটিটর লিংক প্রোফাইল গুলা চেক করলে দেখা যাবে অনেক লিংক আছে যেই গুলা একদম ভালো মানের না কিন্তু টুলস গুলা ঐগুলাও কাউন্ট করে মেট্রিকস দেখাচ্ছে।
মোট কথা হচ্ছে কীওয়ার্ড রিসার্চ এর সময় কীওয়ার্ড ডিফিকাল্টি মেট্রিকস তা একদম মাথায় নিবেন না।